ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আম রয়েছে ১৬ জাতের মুক্তিযুদ্ধ স্মরণে বাগান মুক্তি কানন আজ উন্মোচন হচ্ছে

প্রকাশিত: ০৪:২৭, ২৬ মার্চ ২০১৬

আম রয়েছে ১৬ জাতের মুক্তিযুদ্ধ স্মরণে বাগান মুক্তি কানন আজ উন্মোচন হচ্ছে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ চৈত্রের প্রখর রোদে গনগনে সূর্যের তাপে প্রাণ যখন ওষ্ঠাগত তখন বাড়ির ছাদের নিচেও জীবন অতিষ্ঠ। কিন্তু ব্যতিক্রম! উত্তাপের পরিবর্তে উল্টো সৌরভ ছড়িয়ে পড়ছে ছাদ থেকে। মুন্সীগঞ্জে খোলা ছাদের ব্যতিক্রম বাগান আলোড়ন তুলেছে। ১৩ হাজার স্কয়ার ফুট খালি ছাদে বসেছে সবুজের মেলা। নানা রকমের ফল আর ফুলের গাছের সারি। ব্যতিক্রম এ বাগানটি করা হয়েছে মহান মুক্তিযুদ্ধ স্মরণে। নাম দেয়া হয়েছে ‘মুক্তিকানন’। মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ ছাড়াও পরিবেশ সুরক্ষা, অর্থনেতিক সমৃদ্ধি, সৌন্দর্য ও মানবিক পরিবর্তনের প্রয়াসে এ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যস্ততায় এ বাগানে চোখ রাখতে বা পরিচর্যায় ক্লান্তি কাটবে সহজে। মুন্সীগঞ্জ শহরে জেলা প্রশাসন ভবনের ছাদে করা হয়েছে মনোমুগ্ধকর বাগানটি। শনিবার মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বাগানটি উন্মোচন করা হচ্ছে। ভবনটির দ্বিতীয় তলার বিশাল ছাদ কয়েক দিন আগেও খালি পড়ে ছিল। সেখানে এখন তাকিয়ে থাকলে মন ভরে যায়। চোখ ফিরিয়ে নিতে কষ্ট হয়। ড্রামে শোভা পাচ্ছে সারি সারি বৃক্ষরাজি। নাগ ফজলী, কেইন, কিউজাই, মহাচনক, তিন কলম, পালমাল, ডকমাই, থ্রিটেস্ট, খিরসা পাত, হাঁড়িভাঙ্গা, হিমসাগর ও আম্রপালীসহ ১৬ জাতের আম গাছ রয়েছে এখানে।
×