ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও চালকসহ নিহত দশ

প্রকাশিত: ০৪:২৬, ২৬ মার্চ ২০১৬

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ও চালকসহ নিহত দশ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে চালক, হেলপার, লালমনিরহাটে-গৃহবধূ, মহেশখালীতে দুই ব্যক্তি ফরিদপুরে মোটরসাইকেল চালক, রূপগঞ্জে হেলপার, কুমিল্লায় চালক ও হেলপার, বরিশালে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো হবিগঞ্জ ॥ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের অধীন বাহুবল উপজেলাধীন করাঙ্গী ব্রিজের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক ও হেলপার নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ১৫ যাত্রী। নিহতরা হলেন, জেলার ওই উপজেলাধীন যাদবপুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে বাস চালক হাফিজ উদ্দিন (৪৫) ও একই গ্রামের হেলপার রজব আলী। লালমনিরহাট ॥ বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ সুখির (২৫) । স্বামী সন্তানের সঙ্গে মোটরসাইকেল পথিমধ্যে বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে চাকা গৃহবধূর মাথার ওপর দিয়ে চলে যায়। মাথা থেতলে গিয়ে ঘটনাস্থালে প্রাণ হারান। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়কের পল্লী বিদ্যুত বিতরণ কেন্দ্রের সামনে। কক্সবাজার ॥ মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি মারা গেছে। শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে কালারমারছড়া বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মহেশখালীর থানার ওসি (তদন্ত) জানান, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। ফরিদপুর ॥ ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে শহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মোতালেব মোল্লার ছেলে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাক খাদে পড়ে বিল্লাল হোসেন (৪৫) নামে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত বিল্লাল হোসেন উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী এলাকার মৃত ময়েজদ্দিনের ছেলে।
×