ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়েরবাজারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কবরস্থান উদ্বোধন

প্রকাশিত: ০৪:২১, ২৬ মার্চ ২০১৬

রায়েরবাজারে দক্ষিণ  এশিয়ার বৃহত্তম  কবরস্থান উদ্বোধন

বিডিনিউজ ॥ ঢাকার রায়েরবাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধের কাছে শুক্রবার নতুন একটি কবরস্থান উদ্বোধন করা হয়েছে, যাতে প্রায় এক লাখ মৃত ব্যক্তিকে দাফন করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নির্মিত কবরস্থানটির জমির পরিমাণ প্রায় ৯৬ দশমিক ২৩ একর। উদ্বোধনী ফলকে একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কবরস্থান বলে অভিহিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকও উপস্থিত ছিলেন। এ কবরস্থান নির্মাণ প্রকল্পের তথ্য থেকে জানা যায়, পাঁচ কোটি ২২ লাখ টাকার বেশি ব্যয়ে কবরস্থানটি নির্মাণের জন্য ২০১১ সালের জুলাইয়ে কাজ শুরু হয়। ৯৬ দশমিক ২৩ একর জমির মধ্যে ৭৯ দশমিক ৪৮ একর অধিগ্রহণ করা হয়, বাকিটা সরকারী খাস জমি।
×