ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেললাইনের ওপর বাজার বসা বন্ধে লোহার বেড়ার পরিকল্পনা

প্রকাশিত: ০৪:১৩, ২৬ মার্চ ২০১৬

রেললাইনের ওপর বাজার বসা বন্ধে লোহার বেড়ার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর বাজার বসা বন্ধে লোহার বেড়া দেয়ার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনা কমানো আর অবৈধ দখল ঠেকাতে এমন বেড়া কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন রেলমন্ত্রী। তবে এ পদ্ধতি স্থায়ী কোন সমাধান নয় মন্তব্য করে বিকল্প ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন নগরপরিকল্পনাবিদরা। একপাশ ঘেঁষে বসেছে বাজার, অন্যপাশে ঝুপড়ি ঘর। মাঝ দিয়ে চলে গেছে রেললাইন। কোথাও বা ট্রেনের পথ আগলে লাইনের উপরেই বসে গেছে দোকানিরা। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সকাল-দুপুর চলে মাছ, শাকসব্জিসহ নিত্যপণ্যের কেনাকাটা। ট্রেন আসতেই ফাঁকা হয়ে গেলেও ট্রেন চলে গেলে আবারও আগের অবস্থা। রেললাইনের ওপর থেকে এসব বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী ফল এসেছে কমই। কমানো যায়নি অনাকাক্সিক্ষত দুর্ঘটনাও। সবশেষ গত বছরের ডিসেম্বরে রাজধানীর জুরাইনে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দুই পাশ ঘিরে গড়ে ওঠা দীর্ঘ বাজার উচ্ছেদ করে বেড়া দেয় রেলওয়ে। দুর্ঘটনা রোধ ও রেলের জমির অবৈধ দখল ঠেকাতে পর্যায়ক্রমে দেশের সর্বত্র রেললাইনের দু’পাশে এমন বেড়া দেয়া হবে বলে জানালেন রেলমন্ত্রী মুজিবুল হক।
×