ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন মেহবুবা মুফতি

প্রকাশিত: ০৪:০৯, ২৬ মার্চ ২০১৬

জম্মু ও কাশ্মীরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী  হচ্ছেন মেহবুবা মুফতি

ভারতের জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) বিধায়কদের বৈঠকে মেহবুবা মুফতিকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্তের ফলে মেহবুবার মুখ্যমন্ত্রী হবার পথ প্রশস্ত হলো। কারণ সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। এক সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে মেহবুবাই হবেন জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মেহবুবা মুফতি আগামী ২৯ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। সরকার গঠন নিয়ে আলোচনা করতে শুক্রবার মেহবুবা জম্মু ও কাশ্মীরের গবর্নর এন এন ভোরার সঙ্গে সাক্ষাত করেন। এর আগে তিনি বৃহস্পতিবার বিকেলে দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সরকার গঠনের বিষয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে মেহবুবাকে বিধানসভা বা বিধান পরিষদের যেকোন একটির সদস্য হতে হবে। এর পাশাপাশি মেহবুবাকে লোকসভার সদস্য পদ থেকেও ইস্তফা দিতে হবে।
×