ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে হোলি উৎসবের সময় প্রাণহানি ৩০

প্রকাশিত: ০৪:০৭, ২৬ মার্চ ২০১৬

উত্তর প্রদেশে হোলি  উৎসবের সময়  প্রাণহানি ৩০

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন এলাকায় গত দু’দিনে হোলি উৎসব চলাকালে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এএফপির। পুলিশ জানায়, দ্রুত, অসাবধানী ও মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে পৃথক সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ প্রাণহানি হয়েছে। মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ও গোষ্ঠী সংঘর্ষে কেবল লক্ষেèৗতে কমপক্ষে ১৯ জন মারা গেছে। মাদিয়ন ও গোসাগঞ্জ এলাকায় গোষ্ঠীগত সংঘর্ষে দুই জনের প্রাণহানি হয়েছে। এছাড়া পৃৃথক সড়ক দুর্ঘটনা ও সংঘর্ষে ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। উত্তর প্রদেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে তুচ্ছ ঘটনায় কয়েকটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কয়েকজনের প্রাণহানি হয়েছে। হোলি উৎসব চলাকালে পৃৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দুই শ’ ৫২ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই মাথায় আঘাত লেগেছে, কারো হাড় ভেঙ্গে গেছে এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। লক্ষেèৗর ট্রমা সেন্টারের ¯œায়ু বিভাগে আহতদের ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগই মাথায় আঘাত পাওয়া। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনায় তারা মাথায় আঘাত পান। এছাড়া নগরীর বিভিন্ন অর্থোপেডিক ওয়ার্ডও রোগীতে পূর্ণ হয়ে গেছে।
×