ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সমৃদ্ধ দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বি চৌধুরীর

প্রকাশিত: ২৩:৩৭, ২৫ মার্চ ২০১৬

সমৃদ্ধ দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বি চৌধুরীর

স্টাফ রিপোর্টার ॥ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী গণতান্ত্রিক ধারা অক্ষুন্ন রাখার শপথ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাণীতে বি. চৌধুরী বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের শপথ নিতে হবে, দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক ধারা যেন আমরা অক্ষুন্ন রাখতে পারি। সংঘাত ও হানাহানির রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।
×