ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে বাংলা একাডেমিতে ‘অপারেশন জ্যাকপট’ মঞ্চায়ন আগামীকাল

প্রকাশিত: ২১:১১, ২৫ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবসে বাংলা একাডেমিতে ‘অপারেশন জ্যাকপট’ মঞ্চায়ন আগামীকাল

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন ইনষ্টিটিউট অফ ড্রামার প্রযোজনায় ‘অপারেশন জ্যাকপট’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায়। ড. তানভীর আহমেদ সিডনী রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন ড.শাহাদাৎ হোসেন নীপু। নাটক সম্পর্কে নির্দেশক জানান, মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকে দেখা যাবে একদল নৌ মুক্তিযোদ্ধা ভারতে প্রশিক্ষণ নেয়। তারা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অপারেশনের জন্য আসে। তারা পাড়ি দেয় পাকিস্তানী সেনাবাহিনী ও রাজাকার-আলবদর অধ্যুষিত এলাকা। মুক্তিযোদ্ধাদের যাত্রাপথে শংকা থাকলেও সহায়তা পায় স্থানীয় বাঙ্গালিদের। তাদের মনে জাগরুক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। তারা জানে জয় ছিনিয়ে আনতে হবে। একজন যোদ্ধার প্রাণে তাঁর বাবার মৃত্যুশোক সে ভুলতে পারেন না। বাবার মৃতদেহ উঠোনে। আরেকজন যোদ্ধার স্ত্রী হানাদার বাহিনীর লালসা ও হিংস্রতার স্বীকার হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে। মুক্তিযোদ্ধারা যেন স্বজনের হত্যা আর দেশকে মুক্ত করার জন্য লড়াইয়ের মাঠে নেমেছে। অবশেষে তারা বন্দরের জাহাজ পুড়িয়ে দেয়, দেশ স্বাধীনতার পথে পা বাড়ায় এক ধাপ। মূলত বাঙালির মু্িক্তসংগ্রামকে শিল্পের ভূমিতে চিত্রিত করার প্রয়াস এ নাটক। নাটকের অভিনয়শিল্পীরা হলেন-ফয়সাল, রাজীব, পরান, ধীরেন, উপল, অন্তরা, ইমরান, ইনামুল হক, ত্রিশি সহ অনেকে।
×