ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হারা ম্যাচে মাশরাফির জরিমানা

প্রকাশিত: ২১:০৪, ২৫ মার্চ ২০১৬

হারা ম্যাচে মাশরাফির জরিমানা

অনলাইন ডেস্ক॥ ভারতের বিপক্ষে ম্যাচে ‘স্লো ওভার রেট’ –এর কারণে মাশরাফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যদের জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ক হিসেবে মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন। মাশরাফি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। জয় হাতের মুঠোয় নিয়েও ম্যাচটি ১ রানে হেরে যায় বাংলাদেশ। আগামী শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল।
×