ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিবাসীদের পা ধুইয়ে দিলেন পোপ

প্রকাশিত: ১৯:২৮, ২৫ মার্চ ২০১৬

অভিবাসীদের পা ধুইয়ে দিলেন পোপ

অনলাইন ডেস্ক॥ ব্রাসেলস এবং প্যারিস হামলার পর বিশ্বব্যাপী মুসলিম এবং অভিবাসীদের স্থান দেওয়ার বিরোধী অনুভূতি সৃষ্টির মুহূর্তে অভিবাসীদের পা ধুয়িয়ে দিলেন পোপ ফ্রান্সিস। ইস্টার সানডে উপলক্ষে বৃহস্পতিবার ইতালীর কাস্টেলনুভো ডি পোর্টোতে পোপ বিভিন্ন ধর্মালম্বী অভিবাসীদের পাঁ ধুইয়ে দেন এবং পায়ে চুমু খান। ক্রশবিদ্ধ হওয়ার আগে যিশু খ্রিষ্ট তার শিষ্যদের পাঁ ধুইয়ে দেন এবং এরপর থেকে ইস্টার সানডের আগের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রথা। অভিবাসী ক্যাম্পে প্রবেশের সময় বিভিন্ন ভাষায় ‘স্বাগতম’ লেখা ব্যানার নিয়ে পোপকে অভ্যর্থনা জানানো হয়। এলাকাটিতে এখন প্রায় ৮৯২ জন অভিবাসী অবস্থান করছেন এবং অনেকেই মোবাইলে পোপের এ কাজের ভিডিও ধারন করেন। ভ্যাটিকানের নিয়মানুযায়ী অনেক বছর ধরেই এ অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষদের অংশগ্রহণ করার নিয়ম থাকলেও জানুয়ারিতে নারী ও কিশোরীদের এ অনুষ্ঠান উদযাপনের অনুমতি দেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পা ধুয়ে দেওয়ার জন্য চারজন নারী এবং আটজন পুরুষকে নির্বাচিত করা হয়। নারীদের মধ্যে একজন ইতালীয়ান এবং তিনজন ইরিত্রিয়ান খ্রিষ্টান নারী ছিলেন। পুরুষদের মধ্যে চারজন নাইজেরিয়ার ক্যাথলিক, মালি, সিরিয়া এবং পাকিস্তান থেকে তিনজন মুসলমান পুরুষ এবং ভারতের একজন হিন্দু পুরুষ। নতুন নিয়মানুযায়ী স্রষ্টার সৃষ্টি যেকোনো মানুষই এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন নির্বাচিত হতে পারেন।
×