ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমসে পদক জয়ীদের বিওএ’র পুরস্কার

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ মার্চ ২০১৬

এসএ গেমসে পদক জয়ীদের বিওএ’র পুরস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের শিলং এবং গৌয়াহাটিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে বাংলাদেশ দলের পদক প্রাপ্ত খেলোয়াড়দের সম্মানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা ও আর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বিওএ’র সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক , বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ দলের সেফ দ্য মিশন এবং উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় ক্রীড়া ফেডারেশনসমূহের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক, অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া উন্নয়নে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিওএ’র মহাপরিচালক এবং দেশের জন্য গৌরব বয়ে আনা কৃতী খেলোয়াড়বৃন্দ, দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়াড়দের ৫ লাখ লাখ টাকা করে, সিলভার পদক প্রাপ্তদের ৩ লাখ টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্ত জয়ীদের ১ লাখ টাকা করে সর্বমোট ১ কোটি ২১ লাখ ৩ হাজার ৬শ’ টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
×