ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙাগড়া নাট্য উৎসবে আজ ‘কঞ্জুস’

প্রকাশিত: ০৩:৪৩, ২৫ মার্চ ২০১৬

ভাঙাগড়া নাট্য উৎসবে আজ ‘কঞ্জুস’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নাটকের ইতিহাসে ‘কঞ্জুস’ একটি মাইল ফলক নাম। দেশের নাট্য জগতে সবচেয়ে বেশি সংখ্যকবার মঞ্চায়ন হওয়ায় নাটকটি একটি ইতিহাসও বটে। বাংলাদেশে মলিয়ের যে কয়টি নাটক জনপ্রিয় তার মধ্যে ‘কঞ্জুস’ অন্যতম। পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় রূপান্তরিত নাটকটি এতটাই জনপ্রিয় যে ৭০০তম মঞ্চায়নের পরেও নাটকটি দেখতে দর্শকদের আগ্রহের কমতি নেই। যখনই এই নাটকটি মঞ্চে প্রদর্শিত হয় দর্শকপূর্ণ হয় মিলনায়তন। কারণ এটি একটি পরিপূর্ণ বিনোদনসমৃদ্ধ প্রযোজনা। যানজটের নগরী ঢাকার বাসিন্দাদের যান্ত্রিক জীবনে একটু পরিচ্ছন্ন বিনোদন ব্যবস্থায় ‘কঞ্জুস’ নাটকটি নিটোল হাসির খোরাক পান দর্শকরা। দর্শকদের বাড়তি আনন্দ দিতে নাটকে কুশলীরাও চেষ্টার ত্রুটি করেন না। দেশ এবং দেশের বাইরেও জনপ্রিয় এই নাটক নিয়মিতভাবেই মঞ্চায়ন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে মহিলা সমিতি মঞ্চে ভাঙ্গা-গড়া নাট্যোৎসবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে ‘কঞ্জুস’। নাট্য সংগঠন লোক নাট্যদলের প্রযোজনা ‘কঞ্জুস’। নাটক মলিয়েরর বিখ্যাত কমেডি দি মাইজার অবলম্বনে রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। ‘কঞ্জুস’ পুরনো ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবনধারার ওপর রচিত বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবদুল্লাহ আল হারুন, মনিকা বিশ্বাস, আনোয়ার কায়সার, জাহিদুর রহমান পিপলু, কামরুন নূর চৌধুরী, সুধাংশু নাথ, সামসাদ বেগম, তানজিনা রহমান, সাজেদুল আলম ডালিম, আবু তাহের লিটন আকাশ ও ইউজিন গোমেজ। সঙ্গীত করেছেন- অভিজিৎ চৌধুরী ও নূর তাজমিন নীরু। মঞ্চ আবু তাহের লিটন আকাশ, পোশাক কামরুন নূর চৌধুরী, আলো জি এম সিরাজুল হোসেন ও মঞ্চ ব্যবস্থাপনা আবদুল আউয়াল।
×