ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু দুই রাখাইন পরিবারে নিরাপত্তাহীনতার অভিযোগ

প্রকাশিত: ২৩:৪৫, ২৪ মার্চ ২০১৬

সংখ্যালঘু দুই রাখাইন পরিবারে নিরাপত্তাহীনতার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া॥ সংখ্যালঘু রাখাইন মংখেচিং মাতুব্বর ও মংচাচিংসহ তাদের দুই পরিবারের প্রায় চার একর জমির ওপরে নজড় পড়েছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের। জমি দখলে ইতোমধ্যে এক দফা হামলা চালানো হয়েছে। এখন হুমকি দেয়া হচ্ছে বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেশছাড়া করতে। ১৮ মার্চ থেকে এ পর্যন্ত তিন দফা হুমকি দেয়া হয়েছে। এক দফা সশস্ত্রাবস্থায় জমি দখলে হামলে পড়ে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এখন পর্যন্ত জমি দখল করতে পারেনি। তবে সন্ত্রস্ত অবস্থায় দুই পরিবারের লোকজন বাড়িতে অবস্থান করছে। জমিজমাসহ জান-মালের নিরাপত্তা চেয়ে এ দুই পরিবার প্রশাসনের কাছে আবেদন করেছেন। করেছেন কলাপাড়া থানায় একটি জিডি। দিয়েছেন লিখিত অভিযোগ।
×