ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর বাড়িতে হামলা ও মারপিট

প্রকাশিত: ২২:২৮, ২৪ মার্চ ২০১৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীর বাড়িতে হামলা ও মারপিট

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে সৌরভ ও তার সঙ্গীরা ওই ছাত্রীর বাড়িতে হামলা করে পরিবারের সকলকে মারপিট করে আহত করেছে। মঙ্গলবার সন্ধ্যার পর হামলাকারীরা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে ছাত্রীর বাড়ি হানা দিয়ে ওই ছাত্রী, তার মা, ভাবী এবং ভাইকে পিটিয়ে আহত করে। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা ফিরোজা বেগম উপজেলা নির্বাহী অফিসারের নিকট এবং থানায় পৃথক পৃথক লিখিত অফিযোগ দায়ের করেছেন। পুলিশ বুধবার রাতে বখাটের ঠাকুর দাদা দুলাল চন্দ্র সাহাকে থানায় তুলে নিয়ে গেলেও গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সৌরভকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রী মা ফিরোজা বেগম বুধবার কেশবপুর থানায় মামলা (নং-২২) দায়ের করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হার কবির জানান, অভিযোগ পেয়ে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ বুধবার রাতে বখাটে সৌরভের ঠাকুর দাদা দুলাল চন্দ্র সাহাকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ওসি শহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×