ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যক্ষা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনাসভা

প্রকাশিত: ২২:২০, ২৪ মার্চ ২০১৬

যক্ষা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে” এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা ন্যাটাব ও দি ল্যাপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-ঠাকুরগাঁওয়ের যৌথ আয়োজনে সকালে সিভিল সার্জনের অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ডরমেন্টরিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে যক্ষা রোগের কারণ ও প্রতিরোধে করণীয়সহ সচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, স্থানীয় টিবি হাসপাতালের কনসালটেন্ট ও জেলা বিএম’র সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির প্রমূখ। এ কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্য সেবিকা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীগন অংশ নেন।
×