ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদত্যাগ কখনওই করব না: রৌসেফ

প্রকাশিত: ১৯:৫২, ২৪ মার্চ ২০১৬

পদত্যাগ কখনওই করব না: রৌসেফ

অনলাইন ডেস্ক॥ রাজনৈতিক সঙ্কট যত গভীরই হোক তবু কখনওই ‘পদত্যাগ করবেন না’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। রৌসেফ বলেন, “কোনও পরিস্থিতিতেই আমি কখনও পদত্যাগ করব না। আমি এমন কোনো অপরাধ করিনি যার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে চলে যেতে হবে।” রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগ তুলে এবং দেশটির চলমান অর্থনৈতিক মন্দার জন্য দায়ী করে ব্রাজিলের হাজার হাজার মানুষ রৌসেফের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। রৌসেফের ঘনিষ্ঠজনরাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত দুই দশকের মধ্যে ব্রাজিলের রাজনীতিতে এতটা সঙ্কট আর দেখা যায়নি। দেশটির বিরোধীদলগুলো কংগ্রেসে রৌসেফ সরকারের অভিশংসন দাবি করছে। চলমান সঙ্কট তার সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে ব্রাজিলের সুপ্রিম কোর্টকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন রৌসেফ। বিরোধীদলগুলোর অভিযোগ, ২০১৪ সালের নির্বাচনে রৌসেফ সরকারি তহবিলে হস্তক্ষেপের মাধ্যমে দলের পুনরায় নির্বাচিত হওয়ার পথে বেশি অর্থ ব্যয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ অভিযোগে বিরোধীদলগুলো কংগ্রেসে রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াও ‍ শুরু করেছে। কংগ্রেসের নিম্নকক্ষে রৌসেফের সমর্থকরা এ অভিশংসন প্রক্রিয়া আটকে না দিলে মে মাস নাগাদ বরখাস্ত হতে পারেন রৌসেফ। সেক্ষেত্রে নিজ দল ওয়ার্কার্স পার্টির প্রধানের পদ থেকেও তাকে সরে দাঁড়াতে হবে। ২০০২ সাল থেকে দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
×