ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ ট্যানারি মালিককে হাইকোর্টেতলব

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ মার্চ ২০১৬

১০ ট্যানারি মালিককে হাইকোর্টেতলব

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নির্দেশনা অনুসরণ করে সরকারের নির্ধারিত স্থানে ট্যানারি স্থাপন না করায় ১০ ট্যানারি মালিককে তলব করেছে হাইকোর্ট। আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাদের হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ট্যানারি স্থানান্তর না করার কারণ ব্যাখ্যা করার জন্য বলেছে আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। এই দশ ট্যানারি মালিক হলেন- রানা লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আরেফিন সামছুল আলামিন, জুলেট এন্টারপ্রাইজের মালিক মোঃ সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, সালাম ট্যানারির মোঃ আব্দুস সালাম, মেসার্স করিম লেদার ইউনিট-২-এর মালিক রেজাউল করিম আনসারী, মেসার্স মাহিন ট্যানারির আবদুল ওয়াদুদ মিয়া, মেসার্স নবীপুর ট্যানারির আব্দুল ওয়াহাব, মেসার্স এশিয়া ট্যানারির মোঃ মফিজ মিয়া ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের ব্যবস্থাপনা অংশীদার মোঃ আকবর হোসেন। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
×