ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় স্মৃতিসৌধে তিন দিন প্রবেশ নিষেধ

প্রকাশিত: ০৭:১৩, ২৪ মার্চ ২০১৬

জাতীয় স্মৃতিসৌধে তিন দিন প্রবেশ নিষেধ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ মার্চ ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে সাভার জাতীয় স্মৃতিসৌধ ২৩ থেকে ২৫ মার্চÑ এ ৩ দিন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকবৃন্দের মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে। দিবসটি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকার প্রবেশ পথ আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা এবং স্মৃতিসৌধের আশপাশে ওয়াচ্ টাওয়ার বসানো হয়েছে এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বুধবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান। ইংরেজী প্রযুক্তির অংশ জবি সংবাদদাতা ॥ ইংরেজী শুধু ভাষা নয়, এটি এখন প্রযুক্তির অংশ। আমরা যদি গ্লোবাল মানদ-ে পৌঁছতে চাই, তাহলে আমাদের ইংরেজীতে দক্ষতা অর্জন করতে হবে। বুধবার জবি ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের উদ্বোধনী ও ইংলিশ ডিবেট, পাবলিক স্পিকিং এ্যান্ড কমিউনিকেশন ওয়ার্কসপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেন। ডিবেটিং সম্পর্কে তিনি বলেন, ডিবেটিংয়ের মাধ্যমে আমরা যে কোন বিষয়ে উপযোগী সমাধান খুঁজে পেতে পারি এবং এর মাধ্যমে আমাদের জ্ঞান শুধু একটি বিষয়ে সীমাবদ্ধ থাকে না। ডিবেটিং জীবনের প্রতিটি ক্ষেত্রের ব্যবস্থাপনায় দক্ষতা তৈরিতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবু জাফর। এছাড়াও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, তানিয়া তাহমিনা ও ড. মোঃ মমিন উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×