ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুগলের এ্যান্ড্রয়েড পে সেবা

প্রকাশিত: ০৭:০১, ২৪ মার্চ ২০১৬

গুগলের এ্যান্ড্রয়েড পে সেবা

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল জানিয়েছে, আর কয়েক মাসের মধ্যেই তারা যুক্তরাজ্যে এ্যান্ড্রয়েড পে সেবা চালু করতে যাচ্ছে। এটি চালু হলে এ্যান্ড্রয়েড ৪.৪ সম্বলিত যে কোন ডিভাইসে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) চিপ স্থাপন করলে ডিভাইসটি ডেবিট বা ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। লয়েডস এবং এইচএসবিসির মতো দেশজুড়ে বিস্তৃত ব্যাংকিং কোম্পানিগুলো জানিয়ছে, তারা এই প্রকল্পে সহায়তা দেবে। স্যামসাং এর আগে জনিয়েছিল, তারা এই বছরের মধ্যেই স্যামসুং পে এ্যাপটি নিয়ে আসবে। উল্লেখ্য, গত বছর জুলাই থেকে যুক্তরাজ্যের বাজারে এ্যাপল পে’র সেবাটি পাওয়া যাচ্ছে। তবে এর সীমাবদ্ধতা হলো এ্যাপটি কেবল এ্যাপলের ডিভাইসগুলোতেই ব্যবহার করা যায়। গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্য হতে চলেছে তাদের দ্বিতীয় বাজার, চলতি বছর জুন নাগাদ অস্ট্রেলিয়াতেও তারা এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে। -বিবিসি
×