ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ মার্চ ২০১৬

নোয়াখালীতে হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ

বিডিনিউজ ॥ মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীকে হত্যার নয় বছর পর ১২ জনকে মৃত্যুদ- দিয়েছে নোয়াখালীর একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা দায়রা জজ এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। দ-িতরা হলো মোফাজ্জল হোসেন জাবেদ, এলজি কামাল,কামরুল হাসান সোহাগ, রাশেদ ড্রাইভার,আবদুস সবুর, জাফর হোসেন মনু, আলী আকবর সুজন, শামছুদ্দিন ভুট্টু, সাহাব উদ্দিন, নাছির উদ্দিন মঞ্জু, আবু ইউসুফ সুমন ও তোফাজ্জল হোসেন জুয়েল। এদের মধ্যে আবু ইউসুফ সুমন ও তোফাজ্জল হোসেন জুয়েল ছাড়া বাকিরা পলাতক। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে জজ আদলতের পিপি এটিএম মহিব উল্লাহ ১৩ জনের মৃত্যুদ-ের কথা জানালেও রায়ের কপি পাওয়ার পর ১২ জনের কথা নিশ্চিত হওয়া যায়। মহিব উল্লাহ জানান, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি রাতে শহরের ‘মোবাইল ফেয়ার’ নামে দোকানের মালিক ফিরোজ কবির মিরন ও তার দোকানের কর্মচারী সুমন পাল নগদ ১৩ লাখ টাকা ও কিছু মোবাইল ফোন সেট নিয়ে রিক্সায় বাড়ি ফিরছিলেন। পথে নাপিতের পুল এলাকায় সন্ত্রাসীরা তাদের দু’জনকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে তাদের কুপিয়ে খুন করে মরদেহ সড়কের পাশে ফেলে যায়। ঘটনার পরদিন নিহত মিরনের বাবা এবি সিদ্দিক বাবুল মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। পিপি আরও জানান, মামলার অপর ১০ আসামিকে খালাস দেয়া হয়েছে এবং সোলাইমান জিসান নামে এক আসামি আগেই র‌্যাবের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
×