ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাঈমুরের হার্ট ও ফুসফুস প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ০৬:১১, ২৪ মার্চ ২০১৬

নাঈমুরের হার্ট ও ফুসফুস প্রতিস্থাপনে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ হার্ট ও ফুসফুসের জটিল সমস্যায় আক্রান্ত মেধাবী ছাত্র মোঃ নাঈমুর রহমানের (১৮) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্তমানে সে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। জরুরী ভিত্তিতে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন করানোর জন্য তাগিদ দিয়েছেন ডাঃ দেবী শেঠী। এজন্য প্রয়োজন প্রায় ৭৫ লাখ টাকা। কিন্তু রোগীর মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে ৩০ লাখ টাকা খরচ হয়ে গেছে। নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের সহায় সম্বল ফুরিয়ে গেছে। ঢাকার ডেমরা এলাকায় তাদের বাড়ি। নাইমুর রহমানের পিতা মোঃ তারেক হোসেন ভুঁইয়া জনকণ্ঠকে জানান, হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন করাতে হবে। একসঙ্গে শরীরের এমন দু’টি অঙ্গ প্রতিস্থাপন করানোর রোগী খুব কম দেখা যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাজধানীর প্রায় সব ক’টি প্রথম শ্রেণীর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে দেশীয় চিকিৎসকরা অপারগতা প্রকাশ করেছেন। অনেক কষ্টে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষ ডাঃ দেবী শেঠীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান মোঃ তারেক হোসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে ডা: দেবী শেঠী জানিয়ে দেন যে, রোগীকে বাঁচাতে হলে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন করাতে হবে। পাশাপাশি তার তত্ত্বাবধানে অনেকদিন চিকিৎসাধীন থাকতে হবে। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে ইতোমধ্যে নিঃস্ব হওয়ার পথে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, নাইমুর রহমানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই দু’টি মোবাইল নম্বরে-০১৯১২-৯৫১১৭৯ ও ০১৮১১-৪১০৬৪৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে তানিশা এন্টারপ্রাইজ, যমুনা ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা, হিসাব নং ০৮৮-০২১০০০২৪৪৭। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×