ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরফ্যাশনে নির্বাচনোত্তর সহিংসতায় কারণে ১৪৪ ধারা জারি ॥ বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০২:৪৩, ২৩ মার্চ ২০১৬

চরফ্যাশনে নির্বাচনোত্তর সহিংসতায় কারণে ১৪৪ ধারা জারি ॥ বিজিবি মোতায়েন

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনে নির্বাচনোত্তর সহিংসতায় অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা করেছেন এবং বিজিবি মোতায়েন করেছেন। জানা যায়, বুধবার সকালে হাজারীগঞ্জ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সেলিম হাওলাদার ও চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। হাজারীগঞ্জের ৭ নং ওয়ার্ডে নব নির্বাচিত মেম্বার আলমগীরের সমর্থকরা পরাজিত মেম্বার প্রার্থী জালালের দুই সমর্থকে পিটিয়ে আহত করেছে। জাহানপুর ২ নং ওয়ার্ডে নব নির্বাচিত মেম্বার সফিউল্লাহর সমর্থকরা পরাজিত মোমারেফ হোসেনের ৩/৪ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। এছাড়া মঙ্গলবার রাতে হাজারীগঞ্জের ২ নং ওয়ার্ডে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সিরাজ পাটওয়ারীর বাড়িতে বিজয়ী প্রার্থী মনজল দেখা করতে দু,গ্রুপের সংঘর্ষে ৪/৫ জন আহত হয়েছে। নজরুল নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় পরাজিত ৫ নং ওয়ার্ডের পরাজিত মোরগ মার্কার প্রার্থী আফজাল হোসেনের সমর্থকদের বাড়িতে অপর পরাজিত ফুটবল মার্কার প্রার্থী ছাবেদ খলিফার কর্মী সমর্থকরা হামলা ও ভাংচুর করেছে। এসময় ২০ জন আহত হয়েছে। শশীভূষণ থানার ওসি আবুল বাশার ও দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হানিফ সিকদার এসব ঘটনার সততা নিশ্চিত করেছেন। তবে কোন পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছেন বলে দাবী করেন।
×