ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নববধূকে তাড়িয়ে দিলো যৌতুক লোভী স্বামী

প্রকাশিত: ০২:১৫, ২৩ মার্চ ২০১৬

নববধূকে তাড়িয়ে দিলো যৌতুক লোভী স্বামী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়ায় এক লাখ টাকা যৌতুক দিতে অক্ষম হওয়ায় বিয়ের মাত্র এক মাসের মাথায় লম্পট স্বামী তাড়িয়ে দিয়েছে নববধূকে। উখিয়ার উত্তর বড়বিলের নজির আহমদের মেয়ে রেহেনা আক্তার নিরূপায় হয়ে যৌতুক লোভী স্বামী মো: জয়নাল উদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে রামু উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, রামু কম্বনিয়ার নজু মিয়ার পুত্র মোঃ জয়নাল উদ্দিনের সঙ্গে ২০ ফেব্র“য়ারি কাবিননামা মূলে ইসলামী শরিয়ত মতে উখিয়ার উত্তর বড়বিলের নজির আহমদের মেয়ে রেহেনা আক্তারের বিয়ে হয়। নববধূর হাতের মেহেদীর রঙ মুছে যাবার আগেই স্বামী জয়নাল স্ত্রীকে ১লাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। অসহায় রেহেনা সবেমাত্র বিয়ে এবং শশুরবাড়ির হাল ধরার পূর্বে যৌতুকের জন্য চাপ প্রয়োগ বুঝতে পেরে পিত্রালয়ে যোগাযোগ করে। রেহেনার পিতা আপাতত এক লাখ টাকা দিতে অক্ষম বলে জানানোর পর স্বামী জয়নালের চক্ষুশুল হয়ে উঠে রেহেনা। শুরু শারিরিক নির্যাতন। শেষ পর্যন্ত স্বামীর ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দেয়া হয় নববধূকে। নির্যাতিত রেহেনা অবশেষে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আশ্রয় গ্রহণ করেছে। কক্সবাজার জেলা নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এইচএম এরশাদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম যৌতুক লোভী স্বামী জয়নালকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়েছেন।
×