ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি : সুলতানা কামাল

প্রকাশিত: ০১:০৪, ২৩ মার্চ ২০১৬

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হয়নি : সুলতানা কামাল

স্টাফ রিপোর্টার ॥ আইন ও সালিশ কেন্দ্রের এই নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, ‘আমরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোকে যে প্রান্তিকতায় ঠেলে দেওয়া হয়েছে, তা বাংলাদেশের জন্য লজ্জার।’ আজ বুধবার সকালে মানবাধিকার সংগঠন কাপেং ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন ২০১৫’ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সুলতানা কামাল। সুলতানা কামাল আরো বলেন, ‘কয়েক দিন পর আমরা স্বাধীনতা দিবস পালন করব। বড় বড় কথা বলব। কিন্তু সত্যিকারভাবে আমরা যদি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সৎ থাকতে চাই, তবে মুক্তিযুদ্ধের মূল দর্শন সব মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে।’ রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। মানবাধিকার প্রতিবেদন তুলে ধরেন কাপেংয়ের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
×