ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৈতিকতার অভাবে দেশের বীমা খাত অনিয়ন্ত্রিত : অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৩:১৯, ২৩ মার্চ ২০১৬

নৈতিকতার অভাবে দেশের বীমা খাত অনিয়ন্ত্রিত : অর্থমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ নৈতিকতার অভাবে দেশের বীমা খাত অনিয়ন্ত্রিত ভাবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনব্যাপী বীমা মেলা-২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বীমা উন্নয়ন কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ বিমা করে বিনিময়ে কিছুই পায় না। এ কারণে বিমার প্রতি মানুষের আস্থা দিন দিন কমছে। তবে সংশ্লিষ্টরা বিমা খাতের ওপর আস্থা ফেরানোর চেষ্টা করছে। এ মেলা আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে অনেকটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’ মুহিত বলেন, ‘বিমাশিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথম উদ্যোগ গ্রহণ করে। এর পর আওয়ামী লীগ সরকার এসে তা বাস্তবায়ন করে।’
×