ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ২১ জনই জামানত হারিয়েছে

প্রকাশিত: ২২:৪৯, ২৩ মার্চ ২০১৬

আমতলীতে ৩৭ চেয়ারম্যান প্রার্থীর ২১ জনই জামানত হারিয়েছে

নিজস্ব সংবাদদাতা, আমতলী ॥ বরগুনার আমতলী উপজেলার প্রথম ধাপের ৬ টি ইউপি নির্বাচনে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২১ জন জামানত হারিয়েছেন। এর মধ্যে বিএনপির ৫ ইউনিয়নের সকলেই এবং আ’লীগের ১, জাসদ ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ ও স্বতন্ত্র ১১ প্রার্থী জামানত হারিয়েছে। আমতলী নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে আবদুল খালেক হাওলাদার, মোঃ এনায়েত করিম, বিএনপি প্রার্থী মোঃ জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ শফিউল আলম ও হারুন অর রশিদ। আঠারগাছিয়া ইউনিয়নে ৫ প্রার্থীর মধ্যে মোঃ জহিরুল ইসলাম ও বিএনপি প্রার্থী নজরুল ইসলাম। হলদিয়া ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী মকবুল হোসেন খান। চাওড়া ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে আলতাফ হাওলাদার, আহুরুজ্জামান খান, বিএনপি প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আবদুস সাত্তার, মোঃ আবুল কাসেম গাজী, মোঃ মতিয়ার রহমান ও জাসদ প্রার্থী মোঃ মহিউদ্দিন হাওলাদার। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী আবুল বাসার সিদ্দিক, আ’লীগ প্রার্থী মোঃ সুলতার আহম্মেদ, মোঃ মাহবুবুর রহমান জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ হাসান গাজী, মোঃ হারুন-অর-রশিদ ও একমাত্র মহিলা প্রার্থী সোহেলী পারভিন জামানত হারিয়েছেন। আমতলী নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ মিয়া জানান যারা জামানত হারিয়েছেন তাদের টাকা সরকারী খাতে জমা হবে।
×