ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোটলা থেকে সরতে পারে সেমিফাইনাল

প্রকাশিত: ২০:২৩, ২৩ মার্চ ২০১৬

কোটলা থেকে সরতে পারে সেমিফাইনাল

অনলাইন ডেস্ক ॥ ফের বিতর্ক ফিরোজ শাহ কোটলা নিয়ে। আর তার জেরেই রাজধানী থেকে সরতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তবে দিল্লি থেকে সেমিফাইনাল সরে কোথায় যাবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আইসিসি। এই পরিস্থিতিতেই উঠে আসছে প্রশ্ন, ভারত-পাকিস্তান ম্যাচ সুষ্ঠু ভাবে আয়োজন করার সুবাদে দিল্লির সেমিফাইনালও কি সরে আসতে পারে কলকাতায়? সিএবির শীর্ষ কর্তারা যদিও সে ব্যাপারে আশাবাদী নন। তাঁদের যুক্তি, যেহেতু ইডেনে ফাইনাল তাই কলকাতায় সেমিফাইনাল সরে আসার সম্ভাবনা খুবই কম। সে ক্ষেত্রে ৩০ মার্চের সেমিফাইনাল সরতে পারে বেঙ্গালুরু কিংবা মোহালিতে। ডিডিসিএ সূত্রের খবর, বুধবার আইসিসি এবং বিসিসিআই বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোটলার এই সেমিফাইনাল বিতর্কের সূত্রপাত পুরনো ক্লাব হাউস আরপি মেহরা ব্লক নিয়ে। যেখানে আসন সংখ্যা ১৮০০। কিন্তু আদালতের সাম্প্রতিক নির্দেশ অনুয়ায়ী, সংশ্লিষ্ট ব্লকে কোনও টিকিট বিক্রি চলবে না। আইসিসি আবার চায় না, বিশ্বকাপ সেমিফাইনালে গ্যালারির একটা অংশ দর্শকশূন্য হোক। আর সেখান থেকেই এই বিতর্ক। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×