ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে নববধূর মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ০৯:১২, ২৩ মার্চ ২০১৬

রাজধানীতে নববধূর মৃত্যু নিয়ে রহস্য

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পল্লবীতে টিনের চাল থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, খিলগাঁওয়ের তাহমিনা আক্তার ফারহানা (১৯) নামে এক নবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিজ রুম থেকে তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত তাহমিনার বাবার নাম শাহজালাল। তার স্বামীর নাম মাহমুদ হাসান তুহিন। এই দম্পত্তি খিলগাাঁওয়ের ত্রিমোহনী হাজীর বাড়ি পাঁচতলা বাড়ির নিচতলার ভাড়ায় থাকতেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল জানান, এক থেকে দেড় মাস আগে তাহমিনার বিয়ে হয়। তাহমিনা ও তার স্বামী ত্রিমোহনীর ওই বাড়িতে নিচতলায় ভাড়া থাকতেন। মঙ্গলবার নিজ রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। ওসি জানান, কী কারণে ওই নববধূর মৃত্যু হয়েছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। পল্লবীতে যুবকের লাশ ॥ রাজধানীর পল্লবীতে সাইদুল ইসলাম (১৮) নামে এক যুবক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে।
×