ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭১২ ইউপির মধ্যে আওয়ামী লীগরে ৫১২ ও বিএনপি ৩৮ চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৯:০৯, ২৩ মার্চ ২০১৬

৭১২ ইউপির মধ্যে আওয়ামী লীগরে ৫১২ ও বিএনপি ৩৮ চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ ইউপি নির্বাচনের প্রথম দফায় ৭১২ ইউপির মধ্যে বেশিরভাগ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। রাত দুটায় পাওয়া সর্বশেষ খবর পর্যন্ত আওয়ামী লীগ ৫১৪, বিএনপি ৩৮, জাতীয় পার্টি ৪ ও অন্যান্য ১০২ ইউপিতে জয়লাভ করেছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দেবিদ্বারের বড়শালঘরে মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া ঝারু (নৌকা), ইউছুফপুরে মোস্তফা কামাল চৌধুরী (নৌকা), রসুলপুরে মোঃ কামরুল হাসান (নৌকা), ফতেহাবাদে খন্দকার এমএ ছালাম (নৌকা), জাফরগঞ্জে সোহরাব হোসেন (নৌকা), এলাহাবাদে মোঃ সিরাজুল ইসলাম সরকার (নৌকা), রাজামেহারে মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), ভানীতে মোঃ নুরুজ্জামান ভূঁইয়া মুকুল (নৌকা), ধামতীতে মোঃ ময়নাল হোসেন মনির (নৌকা), সুলতানপুরে মোঃ সফিকুল ইসলাম (নৌকা), মোহনপুরে মোঃ শহিদুল ইসলাম (ধানের শীষ) ও সুবিলে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তাহের সরকার নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছে, সাবদারপুর ইউনিয়নে নওশের আলী নাসির। দোড়া ইউনিয়নে কাবিল উদ্দিন বিশ্বাস। কুশনা ইউনিয়নে আব্দুল হান্নান। বলুহর ইউনিয়নে আব্দুল মতিন। এলাঙ্গী ইউনিয়নে মিজানুর রহমান খান। যশোরের মণিরামপুরের রোহিতায় ইউনিয়নে আনছার আলী সরদার (আ’লীগ), কাশিমনগরে আহাদ আলী (বিএনপি), ভোজগাতীতে আব্দুর রাজ্জাক (আ’লীগ), ঢাকুরিয়ায় দুর্গাপদ সিংহ (আ’লীগ), হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে (আ’লীগ), মণিরামপুর সদরে নিস্তার ফারুক (বিএনপি), খেদাপাড়ায় সরদার মুজিবর রহমান (আ’লীগ বিদ্রোহী), ঝাঁপায় শামছুল হক মন্টু (আ’লীগ), মশ্বিমনগরে আবুল হোসেন (আ’লীগ), চালুয়াহাটীতে আব্দুল হামিদ সরদার (আ’লীগ বিদ্রোহী), শ্যামকুড়ে মনিরুজ্জমান মনি (আ’লীগ), খানপুরে গাজী মোহাম্মদ আলী (আ’লীগ), দূর্বাডাঙ্গায় সরদার বাহাদুর আলী (আ’লীগ), কুলটিয়ায় শেখর চন্দ্র রায় (আ’লীগ), নেহালপুরে নাজমুস সাদত (বিএনপি) ও মনোহরপুর ইউনিয়নে মশিয়ার রহমান (আ’লীগ)। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আ’লীগের জিয়াউল করিম খান সাজু, চরচারতলায় আ’লীগের বিদ্রোহী জিয়াউদ্দিন, তালশহর (পশ্চিম) আ’লীগের আবু সামা, আড়াইসিধা আ’লীগের সেলিম মিয়া, তারুয়ায় আ’লীগের ইদ্রিস মিয়া, লালপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবুল খায়ের, শরীফপুরে আ’লীগের সাঈফ উদ্দিন বিজয়ী হয়েছে। ভোলার সদর উপজেলার বাপ্তায় ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, আলীনগরে বশির আহমেদ, পশ্চিম ইলিশায় গিয়াস উদ্দিন, শিবপুরে জসিম উদ্দিন, ধনিয়ায় এমদাদ হোসেন কবির, ভেদুরিয়ায় মোঃ তাজুল ইসলাম, ভেলুমিয়ায় আব্দুস ছালাম মাল, চরসামাইয়ায় মহিউদ্দিন মাতাব্বর, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন মনছুর, দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান স্বপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। বোরহানউদ্দিনের কুতুবায় নাজমুল আহসান জোবায়ের, পক্ষিয়ায় নাগর হাওলাদার, দেউলায় আসাদুজ্জামান বাবুল, সাচড়ায় মোঃ মহিবুল্লা, হাসান নগরে আলম চৌধুরী, কাচিয়ায় আঃ রব কাজী, গঙ্গাপুরে রিয়াজ উদ্দিন, টগবীতে এ্যাড. আহসান কামাল। দৌলতখানের মদনপুরে একেএম নাছির উদ্দিন নান্নু, মেদুয়ায় মঞ্জুরুল আলম, চরপাতায় মোশাররফ হোসেন, উত্তর জয়নগরে ইয়াছিন লিটন, দক্ষিণ জয়নগরে আলমগীর হাওলাদার, চর খলিফায় মেহেদী হাসান মুকু (বিনা প্রতিদ্বন্ধিতায়)। লালমোহনের ধলীগৌরনগরে, মোঃ হেদায়েতুল ইসলাম মিন্টু, লালমোহনে মোঃ শাজাহান মিয়া। তজুমদ্দিনের চাঁদপুরে মোঃ ফখরুল আলম জাহাঙ্গীর, সম্ভুপুরে ফজলুল হক দেওয়ান, চাচড়ায় বিদ্রোহী রিয়াদ হোসেন হান্নান। চরফ্যাসনের চর মাদ্রাজে মোজাম্মেল হক জমাদার, হাজারীগঞ্জে সেলিম হাওলাদার, জাহানপুরে মোঃ ইউনুস মিয়া, এওয়াজপুরে মাহাবুবুর রহমান খোকন, চরকলমীতে মোঃ কাউছার মাস্টার, নজরুল নগরে রুহুল আমিন হাওলাদার, ঢালচরে আব্দুস সালাম হাওলাদার। মনপুরার হাজীরহাটে শাহারিয়ার চৌধুরী দ্বীপক। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে সব ক’টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এদর মধ্যে কমলনগরে পাটারীহাটে এ্যাডভোকেট নূরুল আমিন রাজু, তোরাবগঞ্জে ফয়সল আহম্মেদ রতন, হাজিরহাটে মোঃ নিজাম উদ্দিন এবং চরফলকনে হারুনুর রশিদ, রামগতির চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম মিয়া ও চরপোড়াগাছায় নুরুল আমিন হাওলাদার নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ার ১নং বাংলাবান্ধায় আওয়ামী লীগের কুদরত-ই -খুদা মিলন, ২নং তিরনইহাটে বিএনপির বিদ্রোহী মোঃ রফিকুল ইসলাম, ৩নং তেঁতুলিয়ায় আওয়ামী লীগের কাজী আনিসুর রহমান, ৪নং শালবাহানে ফজলুর রহমান লিটন (স্বতন্ত্র), ৫নং বুড়াবুড়ি ইউনিয়নে বিএনপির(বিদ্রোহী) তারেক হোসেন, ৬নং ভজনপুরে বিএনপির মকছেদ আলী, ৭নং ভজনপুর দেবনগরে বিএনপির মহসিনউল হক বিজয়ী হয়েছেন। মুন্সীগঞ্জের ১০ ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে। জৈনসার ইউনিয়নে রফিকুল ইসলাম দুদু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মালখানগরে সানজিদা আক্তার জ্যোৎ¯œা, বাসাইলে সাইফুল ইসলাম যুবরাজ, বয়রাগাদীতে গাজী মোঃ আলাউদ্দিন, রশুনিয়ায় ইকবাল হোসেন চোকদার, লতব্দীতে এইচএম সোহরাব হোসেন, বালুরচরে আলহাজ আবু বকর সিদ্দিক, ইছাপুরায় আব্দুল মতিন হাওলাদার, কোলাতে মীর লিয়াকত আলী, মধ্যপাড়ায় হাজী করিম শেখ নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জে ১০ টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ২টিতে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, মারিয়ায় মজিবুর রহমান হলুদ, বৌলাইয়ে আওলাদ হোসেন, বিন্নাটীতে আজহারুল ইসলাম বাবুল, চৌদ্দশতে এবি ছিদ্দিক খোকা, দানাপাটুলীতে শাখাওয়াত হোসেন দুলাল, মহিনন্দনে মনসুর আলী, কর্শাকড়িয়াইলে বদর উদ্দিন ও যশোদলে আ’লীগের বিদ্রোহী ইমতিয়াজ সুলতান রাজন বিজয়ী হয়েছেন। মাইজখাপন ইউপিতে বিএনপির রোকন উদ্দিন ও রশিদাবাদে বিএনপির মোঃ ইদ্রিস মিয়া বিজয়ী হযেছেন। বরগুনা ৩৪ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ২৪টি, বিএনপি ২টি ও স্বতন্ত্র ৮জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সদরের বদরখালীতে আওয়ামী লীগের শরীফ ইলিয়াস স্বপন, আয়লাপাতাকাট ইউপিতে খোন্দকার আশশাকুর রহমান, বুড়িরচরে সিদ্দিকুর রহমান, সদরে গোলাম আহাদ সোহাগ, এম বালিয়াতলী ইউপিতে মোঃ শাহনেওয়াজ সেলিম, নলটোনায় মোঃ হুমায়ন কবির, ঢলুয়ায় বিএনপির আবু হেনা মোস্তফা কামাল টিটু, গৌরিচন্নায় মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র), ফুলঝুড়িতে মোঃ গোলাম কিবরিয়া ও কেওড়াবুনিয়া ইউনিয়নে আবু হানিফ মাতুব্বর বিজয়ী হয়েছেন। পাথরঘাটার কাঠালতলীতে আওয়ামী লীগের মোঃ শহিদুল ইসলাম, কাকচিড়ায় আলাউদ্দিন পল্টু, সদর ইউনিয়নে মোঃ আসাদুজ্জামান, চরদোয়ানিতে হাফিজ উদ্দিন আহমেদ, নাচনাপাড়ায় মোঃ ফরিদ মিয়া, রায়হানপুরে মিজানুর রহমান রুপক ও কালমেঘায় স্বতন্ত্র প্রার্থী আকন মোহাম্মাদ শহীদ নির্বাচিত হয়েছেন। বামনার ১নং বুকাবুনিয়ায় স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজ, রামনায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল খালেক, ডৌয়াতলায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান ও সদর ইউনিয়নে আওয়ামী লীগের চৌধুরী কামরুজ্জামান ছগির নির্বাচিত হয়েছেন। বেতাগীর সরিষামুড়িতে আওয়ামী লীগের ইমাম হাসান শিপন জোমাদ্দার, কাজিরাবাদে মোশারেফ হোসেন, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব, হোসনাবাদে মাকসুদুর রহমান ফোরকান, বেতাগীতে নজরুল ইসলাম ও মোকামিয়ায় বিএনপির মোঃ মাহবুবুল আলম সুজন মল্লিক নির্বাচিত হয়েছেন। আমতলীর চাওড়ায় আওয়ামীলীগের মোঃ আখতারুজ্জামান খান, হলদিয়ায় মোঃ শহিদুল ইসলাম মৃধা, আঠারগাছিয়ায় মোঃ হারুন অর রশিদ, কুকুয়ায় বোরহান উদ্দিন আহমেদ, গুলিশাখালীতে মোঃ নুরুল ইসলাম ও আড়পাঙ্গাশিয়ায় স্বতন্ত্র প্রার্থী একেএম নুরুল হক নির্বাচিত হয়েছেন। রংপুরের পীরগাছায় কল্যাণী ইউপিতে আওয়ামী লীগের মোঃ নুর আলম নির্বাচিত হয়েছেন। পিরোজপুরে স্বরূপকাঠির ১০ ইউপি নির্বাচনে ৮ টিতে আওয়ামী লীগ, ১ টিতে বিএনপি ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন ১ নং বলদিয়ায় মোঃ শাহিন আহম্মেদ (বিএনপি), ২ নং সোহাগদলে মোঃ আব্দুর রশিদ (আ.লীগ), ৩ নং স্বরূপকাঠিতে মোঃ আল আমিন পারভেজ (আ, লীগ), ৪ নং আটঘর কুড়িয়ানায় শেখর কুমার সিকদার (আ. লীগ), ৫ নং জলাবাড়িতে আশিষ কুমার বড়াল (আ. লীগ), ৬ নং দৈহারী প্রগতি ম-ল (আ. লীগ), ৭ নং গুয়ারেখা সুব্রত কুমার ঠাকুর (আ. লীগ), ৮ নং সমুদয়কাঠিতে মাহমুদ করিম সবুর (আ. লীগ), ৯ নং সুটিয়াকাঠি মোঃ গাউস মিয়া (আ. লীগ), ১০ নং সারেংকাঠি মোঃ সায়েম শেখ (আ. লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। ঝালকাঠির ৩১টি ইউনিয়নের মধ্যে ২৯টিতে আওয়ামী লীগ ২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। সদরের গাভা চমচন্দ্রপুরে মোঃ গোলাম মাওলা শেরওয়ানী, নবগ্রামে মুজিবুল হক আকন্দ, বিনয়কাঠীতে মোঃ সাইফুল ইসলাম খান, কেওড়ায় মোয়াজ্জেম হোসেন টিপু, শেখেরহাটে নুরুল আমিন খান সুরুজ, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, কীর্ত্তিপাশায় আব্দুর শুক্কুর মোল্লা, নথুল্লাবাদে রেজাউল কবির এবং গাবখান ধানসিড়ি ইউপিতে বিদ্রোহী একেএম জাকির হোসেন, নলছিটির কুলকাঠীতে মোঃ আখতারুজ্জামান হাওলাদার, মগর ইউপিতে মোঃ শাহীন হাওলাদার, সুবিদপুরে মোঃ আব্দুল মান্নান সিকদার, মোল্লারহাটে মোঃ কবির হোসেন হাওলাদার, রানাপাশায় মোঃ মাসুদুর রহমান, ভৈরবপাশায় মোঃ নাসির উদ্দিন হাওলাদার, দপদপিয়ায় সোহরাফ হোসাইন বাবুল মৃধা, সিদ্ধকাঠীতে জেসমিন আক্তার, কুসঙ্গল ইউপিতে মোঃ আলমগীর হোসেন, নাচনমহলে মোঃ সিদ্দিকুর রহমান, রাজাপুরের সদরে মোঃ আনোয়ার হোসেন মৃধা মুজিবর, শুক্তাগড়ে মোঃ মুজিবুল হক, মঠবাড়ীয়ায় মোঃ মোস্তফা কামাল সিকদার, গালুয়ায় মোঃ মুজিবুল হক কামাল, বড়ইয়ায় মোঃ শাহ আলম মিয়া, সাতুরিয়ায় মোঃ ছিদ্দিকুর রহমান, কাঠালিয়ার আমুয়ায় মোঃ আমিরুল ইসলাম, কাঠালিয়ায় মোঃ গোলাম কিবরিয়া সিকদার, চেচরী রামপুরে মোঃ জাকির হোসেন, পাটিখালঘাটায় শিশির দাস, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন আওরাবুনিয়ায় (বিদ্রোহী) মোঃ কামরুজ্জামান নকিব নির্বাচিত হয়েছেন। বগুড়ার সারিয়াকান্দির ভেলাবাড়ীতে আওয়ামী লীগের রুবেল উদ্দিন, ফুলবাড়ীতে আনোয়ারুত তারিক মোহাম্মদ (নৌকা) সারিয়াকান্দি সদরে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাফী, চন্দনবাইশায় আওয়ামী লীগের বিদ্রোহী শাহাদত হোসেন দুলাল, কর্নিবাড়িতে আওয়ামী লীগের আজাহার আলী ম-ল, দুপচাঁচিয়া তালোরায় ইউপি স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগরে রাইসুল হাসান সুমন (নৌকা), সোনাখাড়ায় আবু হেনা মোস্তফা কামাল রিপন (নৌকা), চান্দাইকোনায় আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান খান (নৌকা), ধানগড়ায় মীর ওবায়দুল ইসলাম মাসুম (নৌকা), নলকায় বিএনপির বিদ্রোহী আব্দুল জাব্বার সরকার ব্রহ্মগাছায় ইউনিয়নে গোলাম ছরওয়ার লিটন (নৌকা), ধুবিলায় হাসান ইমাম তালুকদার, ঘুড়কায় আবু সাইদ ভূঁইয়া (ধানের শীষ), পাঙ্গাসীতে আব্দুস সালাম (নৌকা) বিজয়ী হয়েছেন। বরিশালের মুলাদীতে ৬টির ৫টিতেই আওয়ামী লীগ ১ টিতে জাপা প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিত হলেন নাজিরপুরে আবু হাসনাত জাপান, সফিপুরে আবু মুসা হিমু, চরকালেখায় মুহসিন উদ্দিন, সদরে কামরুল হাসান কাজিরচরে আলহাজ মোঃ মন্টু বিশ্বাস গাছুয়ায় জাতীয় পার্টির মোকসেদ আলী বিজয়ী হয়েছেন। পটুয়াখালীর বাউফলে ৯টিতে আওয়ামী লীগ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে কাছির পাড়ায় মোঃ রফিক তালুকদার, কালিশুরিতে নেছার উদ্দিন জামাল, ধুলিয়ায় আনিসুর রহমান রব, কেশবপুরে মোঃ মহিউদ্দিন লাভলু, বগায় আব্দুল মোতালেব হাওয়াদার, কালাইয়ায় এসএম ফয়সাল নওমালায় শাহাজাদা হওলাদার স্বতন্ত্র চন্দ্রদ্বীপে এনামুল হক (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। কলাপাড়ার চাকামইয়ায় হুমায়ুন কবির কেরামত হাওলাদার, টিয়াখালীতে মশিউর রহমান শিমু ও নীলগঞ্জে এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনায় ইদ্রিছ নৌকা, কদমতলীতে মজিবুল হক ধানের (শীষে) নির্বাচিত হয়েছেন।
×