ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাক লাগিয়ে সেমিতে কিউইরা

প্রকাশিত: ০৭:২৭, ২৩ মার্চ ২০১৬

তাক লাগিয়ে সেমিতে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে কিউইদের জয়রথ ছুটছেই। দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার পর এবার পাকিস্তানকেও পাত্তা দিল না নিউজিল্যান্ড! শহীদ আফ্রিদিদের অনিশ্চয়তার সাগরে ডুবিয়ে ২২ রানে বড় জয় তুলে নিল ব্ল্যাক ক্যাপসরা। সেই সঙ্গে সবার আগে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল কেন উইলিয়ামসনের দল। কাল মোহালিতে টস জিতে ৫ উইকেটে ১৮০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ার পর প্রতিপক্ষকে ১৫৮-এ থামিয়ে দেয় তারা। ৪৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮০ রানের দুরন্ত ইনিংস খেলে ‘নায়ক’ ওপেনার মার্টিন গাপটিল। দুটি করে উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান স্পিনার মিচেল স্যান্টনার ও পেসার এ্যাডাম মিলনের। কিউইরা এক কথায় তাক লাগানো ক্রিকেট খেলছে। উপমহাদেশে এবারের টি২০ বিশ্বকাপে দলটি মোটেই ফেবারিট ছিল না। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই সমীকরণ বদলে দেয় উইলিয়ামসন বাহনী। শুরুটা স্বাগতিকদের হারিয়ে। নাগপুরে উদ্বোধনী ম্যাচে হট ফেবারিট ভারতকে নিয়ে ছেলেখেলা করেছিল ব্ল্যাক ক্যাপসরা! সেদিন ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের পুঁজি নিয়েও ৪৭ রানের বড় ব্যবধানে মহেন্দ্র সিং ধোনিদের উড়িয়ে দিয়েছিল উইলিয়ামসনের দল। ১৮.১ ওভারে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছিল ৭৯ রানে! ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন স্পিনার মিচেল স্যান্টনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাদের ৮ রানের জয়টা ছিল আরও আকর্ষণীয়। ধর্মশালায় ৮ উইকেটে ১৪২ রান করে কিউইরা। এর পর ৯ উইকেটে ১৩৪-এ থামিয়ে দেয় অসিদের। ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ‘নায়ক’ পেসার মিচেল ম্যাকক্লেনঘান। গ্রেট মার্টিন ক্রোর মৃত্যু শোক, বড় তারকা ব্রেন্ডন ম্যাককুলামের অবসর, সর্বোপরি ভারতের কন্ডিশনে কেউই নিউজিল্যান্ডকে নিয়ে অতটা আশাবাদী ছিলেন না। অথচ সবার আগে সেমিতে সেই কিউইরা। এরই নাম ক্রিকেট, টি২০ ক্রিকেট! স্কোর নিউজিল্যান্ড ১৮০/৫ (২০ ওভার; গাপটিল ৮০, টেইলর ৩৬*, এ্যান্ডারসন ২১, উইলিয়ামসন ১৭, রনকি ১১, মুনরো ৭, ইলিয়ট ১*; সামি ২/২৩, আফ্রিদি ২/৪০, ইরফান ১/৪৬) পাকিস্তান ১৫৮/৫ (২০ ওভার; শারজিল ৪৭, শেহজাদ ৩০, উমর আকমল ২৪, আফ্রিদি ১৯, মালিক ১৫*, সরফরাজ ১১*; স্যান্টনার ২/২৯, মিলনে ২/২৬, সোধি ১/২৫) ফল ॥ নিউজিল্যান্ড ২২ রানে জয়ী ম্যাচসেরা ॥ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
×