ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০০, ২৩ মার্চ ২০১৬

একাদশ শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৯. রাজনৈতিক সংস্কৃতি হলো- র. জনসাধারণের মনোভাব, বিশ্বাস রর. নিরপেক্ষ বিচার বিভাগ, সরকারের দক্ষতা ররর. জনসাধারণের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির সমষ্টি নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩০. ‘রাষ্ট্রবিজ্ঞানে এটা ধরে নেওয়া হয় যে, মানুষ রাজনৈতিক জীব। কিন্তু মানুষ কিভাবে ও কেন রাজনৈতিক জীব সমাজবিজ্ঞানে তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়’- উক্তিটি কার? ক) অধ্যাপক গার্নার খ) অধ্যাপক গেটেল গ) ইএম হোয়াইট ঘ) এফআই গ্লাউড ৩১. নিচের কোনটি নগররাষ্ট্র নয়? ক) রোম খ) স্পার্টা গ) গ্রিস ঘ) বাংলাদেশ ৩২. ল্যাটিন ঈরারং শব্দের অর্থ কী? ক) নগররাষ্ট্র খ) নাগরিক গ) নাগরিকতা ঘ) পৌরনীতি ৩৩. শিক্ষিত সমাজের জন্য জনমত গঠনের উপযোগী বাহন কোনটি? ক) চলচ্চিত্র খ) রেডিও গ) পুস্তক-পুস্তিকা ও প্রচারপত্র ঘ) টেলিভিশন ৩৪. নিম্ন আদালত কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৩৫. যে শাস্ত্র নাগরিকদের আচার-আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে- ক) অর্থনীতি বলে খ) সামাজিক বিজ্ঞান বলে গ) সমাজবিজ্ঞান বলে ঘ) পৌরনীতি বলে ৩৬. যে শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকই সমান সুযোগ-সুবিধা ভোগ করে এবং যা জনমতের ভিত্তিতে পরিচালিত হয় তাকে কী বলা হয়? ক) গণতন্ত্র খ) একনায়কতন্ত্র গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঘ) সংসদীয় গণতন্ত্র ৩৭. কোন সংগঠনকে ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক দলীয়করণ করার প্রবণতা লক্ষ্য করা যায়? ক) নাগরিক সংগঠন খ) সাংস্কৃতিক সংগঠন গ) আমলাতান্ত্রিক সংগঠন ঘ) সামাজিক সংগঠন ৩৮. ঘড়সধফরপ এৎড়ঁঢ় শব্দের অর্থ কী? ক) ভবঘুরে রাষ্ট্র খ) জাতীয়তা গ) জাতিয়তা ঘ) জাতি ৩৯. ‘অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয়। অধিকার সমাজভিত্তিক’- উক্তিটি কে করেছেন? ক) হব হাউস খ) অধ্যাপক লাস্কি গ) টি এইচ গ্রিন ঘ) অধ্যাপক গার্নার ৪০. স্বাধীনতা হলো এমন সব সুযোগ-সুবিধার সমাহার যা- র. ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে রর. ব্যক্তির সুকুমার বৃত্তিগুলো বিকাশ সাধন করে ররর. ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. স্বার্থ একত্রিকরণকারী বলা হয় কাকে? ক) চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে খ) রাজনৈতিক দলকে গ) জনগণকে ঘ) শিক্ষক সমাজকে ৪২. নেতৃত্বের কৌশলের উপাদান কয়টি? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪৩. সুশাসনের ফলে- র. গণতন্ত্র শক্তিশালী হয় রর. গণ-আন্দোলন ররর. দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর : ২৯. (খ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ)
×