ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা ইস্যুতে চাপের মুখে আছি ॥ মেনন

প্রকাশিত: ০৬:৩৯, ২৩ মার্চ ২০১৬

নিরাপত্তা ইস্যুতে চাপের মুখে আছি ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে চাপের মুখে থাকার কথা স্বীকার করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাশেদ খান মেনন। এ সময় মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চাপের মুখে আছি। তবে এ সমস্যা নিরসনে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নিয়েছি। আশা করছি তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে। যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি তারা রাজনৈতিকভাবে এ নিষেধাজ্ঞা আরোপ না করে থাকে তবে আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তা উঠে যাবে। জেলেদের খাদ্য সহায়তা সংসদ রিপোর্টার ॥ ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য দরিদ্র জেলেদের ভিজিএফ প্রদান কার্যক্রমের আওতায় গত অর্থবছরে প্রায় সোয়া ২ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ইলিশ মাছ বৃদ্ধির জন্য যে সময়টায় ইলিশ ধরা নিষেধ সে সময় ওই জেলে পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। প্রতি পরিবারকে ৪০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারী প্রতিশ্রুতি কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বলা হয়, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য দরিদ্র জেলেদের ভিজিএফ প্রদান কার্যক্রমের আওতায় ২০১৪-২০১৫ অর্থবছরে পরিবার প্রতি ৪০ কেজি হারে ২ লাখ ২৪ হাজার ১০২টি পরিবারকে মোট ৩৫ হাজার ৮৫৬ মেট্রিক টন চাল দেয়া হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারি মাস পর্যন্ত এডিপিতে বাস্তবায়নের জাতীয় গড় অগ্রগতি ৩৮ শতাংশ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতি ৩৬ শতাংশ।
×