ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোট ব্যয় ১ হাজার ২১৯ কোটি ২৯ লাখ টাকা

নারায়ণগঞ্জে ফ্ল্যাট তৈরিসহ ৬ প্রকল্প একনেকে পাস

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জে ফ্ল্যাট তৈরিসহ ৬ প্রকল্প একনেকে পাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে সরকারী কর্মচারীদের জন্য ৬৭২টি ফ্ল্যাট নির্মাণসহ ৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ২১৯ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে ৮৯৪ কোটি ৯২ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ২৪০ কোটি ১৫ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৪ কোটি ২২ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠকে নদী ভাঙ্গনসংক্রান্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নারায়ণগঞ্জে সরকারী কর্মচারীদের জন্য যেসব ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলোতে তিন টয়লেটের পরিবর্তে দুটি করে টয়লেট তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। ব্রিফিংয়ে তিনি বলেন, জলাভূমির সঠিক ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জলাভূমি-সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ তথ্যভা-ার ও টেকসই ব্যবস্থাপনা কাঠামো দরকার। তাই হাওড়, জলাভূমি ও নদীর বাস্তুতান্ত্রিক মিথস্ক্রিয়া যাচাই করে পুরো দেশের জন্য একটি জাতীয় জলাভূমি তথ্যভা-ার ও টেকসই ব্যবস্থাপনা কাঠামো প্রণয়ন করা দরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে সমীক্ষা হতে পাওয়া তথ্যাদি ও জলাভূমির টেকসই ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে হাওড়, বাঁওড়, বিল প্রভৃতি জলাভূমিগুলোতে জলজ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। অনুমোাদিত প্রকল্পগুলো হচ্ছে, উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচনের উদ্যোগ, এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩২৪ কোটি ৩৪ লাখ টাকা। রাজশাহী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, বাস্তবায়নে ব্যয় হবে ১২৮ কোটি ৮১ লাখ টাকা। জলাভূমি তালিকা ও স্থায়িত্বশীল জলাভূমি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক উন্নয়নসহ হাওড় ও নদীর ইকোসিস্টেমের আন্তঃসম্পর্ক বিষয়ক সমীক্ষা, বাস্তবায়নে ব্যয় হবে ৫৪ কোটি ৪১ লাখ টাকা।
×