ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুব মহিলা হ্যান্ডবল

বিজেএমসি ও নওগাঁ ফাইনালে

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ মার্চ ২০১৬

বিজেএমসি ও নওগাঁ ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় যুব মহিলা হ্যান্ডবলে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বিজেএমসি ও নওগাঁ জেলা। এর আগে বেলা ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও পঞ্চগড় জেলা। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে বিজেএমসি ২৪-৭ গোলে ফরিদপুর জেলাকে এবং দ্বিতীয় সেমিতে নওগাঁ জেলা ১২-৬ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। স্বাধীনতা দিবস কুস্তি শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হচ্ছে ‘মার্সেল স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতা।’ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৪ মার্চ পর্যন্ত। এ উপলক্ষ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মার্সেলের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শামীম-আল মামুন, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। খুলনা বিভাগের চ্যাম্পিয়ন সাতক্ষীরা স্পোর্টস রিপোর্টার ॥ আন্তঃজেলা (পুরুষ) ভলিবল প্রতিযোগিতা-২০১৬ এর আঞ্চলিক বাছাইপর্বে ‘গ’ অঞ্চল খুলনা বিভাগের আঞ্চলিক বাছাইপর্বে মঙ্গলবার নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাতক্ষীরা জেলা ৩-১ সেটে খুলনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই দুই দল ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও গত বছরের চ্যাম্পিয়ন নড়াইল জেলাও সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, এমপি। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক হেলাল মোহাম্মদ শরিফ।
×