ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাজটা ভালোভাবে করতে দিন ॥ ফরাসউদ্দিন

প্রকাশিত: ০২:২২, ২৩ মার্চ ২০১৬

কাজটা ভালোভাবে করতে দিন ॥ ফরাসউদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনার সহযোগিতা করুন। সহযোগিতা করলে কাজ ভালো হবে। ৩০ দিন সময় নিয়েছি, এর মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। আমাদের কাজটা ভালোভাবে করতে দিন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের নতুন গবর্নর ফজলে কবিরের সঙ্গে ব্যাংক কার্যালয়ে বৈঠকে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে যান তিনি। এর আগেও অর্থমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর হেয়ার রোডের বাসায় সাক্ষাৎ করে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। তদন্তের স্বার্থে ৩০ দিনের মধ্যে কোনো মন্তব্য করা যাবে বলে জানিয়েছিলেন সাবেক এ গবর্নর। উল্লেখ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এবং বুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
×