ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বয়স্কদের সুচিকিৎসা নিশ্চিত করা দরকার ॥ বিএসএমএমইউ উপাচার্য

প্রকাশিত: ০২:২১, ২৩ মার্চ ২০১৬

বয়স্কদের সুচিকিৎসা নিশ্চিত করা দরকার ॥ বিএসএমএমইউ উপাচার্য

স্টাফ রিপোর্টার ॥ বয়স্কদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, পিতা-মাতার সেবার মধ্যেই পরম শান্তি ও তৃপ্তি নিহিত। একই ভাবে বয়স্ক মানুষের সেবার মধ্যেই পরম শান্তি নিহিত রয়েছে। বয়স্কদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করা সময়েই দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক রোগীদের সুচিকিৎসাসেবা নিশ্চিত করতে সবরকমের সহায়তা দেয়া হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলায় ক্লাসরুমে প্রথমবারের মতো জেরিয়াট্রিক মেডিসিন উইং (প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা উইং)-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেনে জেরিয়াট্রিক মেডিসিন উইং-এর প্রধান অধ্যাপক ডা. মোঃ জিলন মিয়া সরকার, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী, ডা. সোহেল মাহমুদ আরাফাত, ডা. একেএম মতিউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার-এর অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদসহ ইন্টারন্যাল মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
×