ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা

প্রকাশিত: ০০:২৬, ২২ মার্চ ২০১৬

শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা

অনলাইন রিপোর্টার ॥ দেশে প্রথম বারের মতো দলীয় প্রতিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। আর এখন তার গণনা চলছে। কয়েকটি ইউপিতে অনিয়ম, কেন্দ্র স্থগিত ইত্যাদি বিচ্ছিন্ন ঘটনার পরও ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো ভোটার কোনো কেন্দ্রে থাকলে তিনি বিকাল চারটার পরেও ভোট দিতে পারবেন। সকাল ৮টা থেকে প্রথম ধাপের ৩৪টি জেলার ইউপির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সর্বশেষ অাদালতের মাধ্যমে কিছু ইউপি ভোট স্থগিত করার পরও ৭১৭টি ইউপির ভোট হয়েছে আজ। ৬ হাজার ৯৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৫৭৫ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ৮৪৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এর আগে আওয়ামী লীগের ৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ১ লাখ ২০ হাজারের বেশি কর্মকর্তা ভোটগ্রহণে দায়িত্বরত রয়েছেন।
×