ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তারেক সাঈদের দ্বিতীয় আবেদনও খারিজ

প্রকাশিত: ০০:২৩, ২২ মার্চ ২০১৬

তারেক সাঈদের দ্বিতীয় আবেদনও খারিজ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে সাবেক র্যা ব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আবেদনটি ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেন।হাইকোর্টের এই আদেশের ফলে সেনাবাহিনী থেকে বরখাস্ত তারেক সাঈদের বিরুদ্ধে সাত খুনের দুই মামলাই চলবে। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এরপর নজরুল ও তার চার সহযোগীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি একটি এবং চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় বিজয় কুমার অন্য মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৮ এপ্রিল নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে চলতি বছর ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলার বিচার শুরু হয়।
×