ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্টেকহোল্ডারদের কর্মশালা

প্রকাশিত: ২১:৪৫, ২২ মার্চ ২০১৬

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্টেকহোল্ডারদের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ প্রতিবন্ধীদের অংশগ্রহনে বাংলাদেশের দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের দারিদ্রতা উত্তরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ইউকেএইডের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা ভুমি অফিসের সহকারী ভুমি কমিশনার রাশেদুল হক প্রধান, যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো অডিটোর রেজাউল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদির, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জুলেখা খাতুন জলি, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হালিমা খাতুন, সাধারণ সম্পাদক তামজিলা পারভীন শিমা, সাংবাদিক রবিউল এহসান রিপন প্রমূখ। এসময় ঠাকুরগাঁওয়ের স্থানীয় স্টেকহোল্ডাররা তাদের মতামত প্রকাশ করেন ও মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।
×