ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মোদি

প্রকাশিত: ১৯:৫০, ২২ মার্চ ২০১৬

 ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি উদ্বোধন করবেন শেখ হাসিনা ও মোদি

অনলাইন রিপোর্টার॥ আগামীকাল বুধবার থেকে ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি শুরু হবে। মঙ্গলবার বিদ্যুত্ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। নসরুল হামিদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুত্ আমদানি-রফতানির উদ্বোধন করবেন। এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও মোদির পাশে থাকতে পারেন। গত বছরের ১৬ ডিসেম্বর থেকেই এই বিদ্যুত্ আমদানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দামের বিষয়টি মিমাংসিত না হওয়ায় তখন থেকে তা আসেনি। গত ৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ও ভারতের উর্ধতন সরকারি পর্যায়ের এক সভায় দামের বিষয়টির ফয়সালা হয়।
×