ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়বাংলা কনসার্ট

প্রকাশিত: ০৬:৩৮, ২২ মার্চ ২০১৬

জয়বাংলা কনসার্ট

৭ মার্চ বাংলাদেশের রাজনীতিক ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিপাগল জনগণকে তাঁর ভাষণের মাধ্যমে স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু সকলকে যুদ্ধ-প্রস্তুতির জন্য প্রস্তুত হতে বলেন। তাঁর এ ঘোষণা তৎকালীন পূর্ব-পাকিস্তানের মুক্তিপাগল জনগণের মনে আশার সঞ্চারন ঘটায় এবং যুদ্ধ প্রস্তুতি গ্রহণে উৎসাহ জোগায়। বাংলার তরুণ মুক্তিসংগ্রামীরা নেতার এ আহ্বানে প্রস্তুত হতে থাকে সংগ্রামের সঙ্গে। এর পরের ইতিহাস সবার জানা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতার চার দশক পরও বঙ্গবন্ধুর সে ভাষণ তরুণ মনকে আন্দোলিত করে। সেদিনের সে উদাত্ত আহ্বান আজও প্রোথিত হয়ে আছে সকলের স্মৃতিতে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অন্যতম স্তম্ভ ৭ মার্চের ভাষণ। তাই ৭ মার্চ আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এ ঘটনাকে দেশের তরুণ মনে আরও ব্যাপকভাবে স্মরণীয় করতে বিগত বছর আয়োজন করা হয় জয়বাংলা কনসার্ট। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দেশের প্রতিথযশা রক ব্যান্ডগুলোর উপস্থিতিতে আয়োজন করা হয় জয়বাংলা কনসার্ট। সেই কনসার্টের কিছু দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন ডি-প্রজন্মের ফটোগ্রাফার ইবনুল আসাদ জাওয়াদ।
×