ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে সাংস্কৃতিক দূত হলেন অনিক

প্রকাশিত: ০৪:১২, ২২ মার্চ ২০১৬

ভারতে সাংস্কৃতিক দূত হলেন অনিক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের তরুণ ও সম্ভাবনাময় নাট্যপ্রতিভা এইচআর অনিক সাংস্কৃতিক দূত মনোনীত হয়েছেন। সর্বভারতীয় সংস্কৃতির অবিভাবক সংগঠন ‘অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন’ তাকে তাৎপর্যবহ এই স্বীকৃতি প্রদান করে। সম্প্রতি দিল্লীর ঐতিহ্যবাহী গান্ধিজী মঞ্চে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এই সংগঠনের কালচারাল এ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেসি পালোয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি মেয়র ডাঃ আইএস তোমির, এমএলএ শশাঙ্ক প্রতাপ এবং ডিআইজি আশুতোষ কুমার। এ প্রসঙ্গে এইচআর অনিক বলেন, মর্যাদাপূর্ণ এই সম্মানের জন্য আমি আনন্দিত। আশা করি, এ মূল্যায়ন আমার চলার পথে এক নতুন মাত্রা যোগ করবে। এইচআর অনিক দেশের একজন প্রতিশ্রুতিশীল নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে তার রচিত ও নির্দেশিত প্রায় অর্ধশত নাটক প্রচার হয়েছে। টেলিভিশন মাধ্যম ছাড়াও অনিক মঞ্চাঙ্গনের অতিপ্রিয় মুখ। তিনি চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা দলপ্রধান। টিভি মিডিয়ার পাশাপাশি এইচআর অনিক বর্তমানে নিজ দল ছাড়াও নবগঠিত থিয়েটার সংগঠন ‘ড্রামা সেন্টার’-এর ব্যানারে তার রচিত ও নির্দেশিত ‘দৈত মানব’ নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন।
×