ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লোকবল সংকটে ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিস

প্রকাশিত: ০১:১৬, ২১ মার্চ ২০১৬

লোকবল সংকটে ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিস

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ দীর্ঘদিন থেকে লোকবল ও পাহারাদার সংকট, স্ট্রংরুমের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিসের স্বাভাবিক কাজ কর্ম পরিচালনা করতে হিমশিম ক্ষেতে হচ্ছে কর্তৃপক্ষের । প্রতিদিন প্রায় গড়ে দেড় কোটি টাকা লেনদেন করে সরকারকে কাঙ্খিত পরিমান রাজস্ব আয় করে দিলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর নেই এই পোস্ট অফিসের প্রতি। ঈশ্বরদী প্রধান পোস্ট অফিসের দায়িত্বশীল একাধিক সুত্রের দেওয়া তথ্যে এসব জানা গেছে । সুত্রমতে, দেশের অনেক জেলার চেয়েও গুরুত্বপূর্ণ ঈশ্বরদীর প্রধান পোস্ট অফিসটি শহরের প্রাণ কেন্দ্র পাবনা রোডে অবস্থিত । এখানে অসংখ্য গ্রাহক রয়েছে । যারা এফডিআর, পারিবারিক সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিটসহ নানাপ্রকার একাউন্টে প্রতিদিন লেনদেন করে থাকেন । কোন কোন ক্ষেত্রে যে কোন তপশিল ব্যাংকের চেয়েও বেশী লেনদেন হয়ে থাকে। অথচ দীর্ঘদিন থেকে এখানে লোকবলের সংকট রয়েছে । এই অফিসে একজন পরিদর্শক ও একজন পোস্ট মাস্টার কর্মরত আছেন । একইভাবে ৮ জন অপারেটর পদের অনুকুলে কর্মরত ২ জন,৮ পোস্টম্যান পদের অনুকুলে ৬ জন কর্মরত আছেন । লক্করঝক্কর মার্কা একটি স্ট্রং রুম থাকলেও মজবুত করা হয়নি । মুল্যবান কাগজ ও দলিল পত্র রাখার সুব্যবস্থাও নেই এখানে । কোটি কোটি টাকা লেনদেন করা হলেও কোন পাহারাদার নেই । এসব কারণে প্রতিদিন গ্রাহক পরিদর্শক, কর্মরত মাস্টারসহ অন্যান্য স্টাফদের ভোগান্তির শিকার হতে হচ্ছে । প্রতিদিন গ্রাহক ও প্রত্যেক স্টাফকে আতংকের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে ।
×