ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘তরবারি নয়, ইসলামের প্রসার হয়েছে আউলিয়াদের চরিত্রের মাধুর্যে’

প্রকাশিত: ০১:০১, ২১ মার্চ ২০১৬

‘তরবারি নয়, ইসলামের প্রসার হয়েছে আউলিয়াদের চরিত্রের মাধুর্যে’

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশে ইসলাম এসেছে মহাত্মাগণের মাধ্যমে। বিশ্বে বাংলাদেশের আলাদা সুনাম-সুখ্যাতির পেছনে আউলিয়া কেরামদের ভূমিকা অবিস্মরণীয়। কেননা তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশের সর্বত্র ইসলামের সুমহান আলো ছড়িয়ে পড়েছে। আউলিয়ায় কেরামগণের তরবারি বা শক্তির দ্বারা নয় বরং তাদের চরিত্র, মাধুর্য দেখে পথহারা মানুষগুলো ইসলামের পথে এসে আলোকিত জীবন গঠনে সক্ষম হয়েছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে “মহাত্মা সম্মেলন” উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। চট্টগ্রামের বোয়ালখালীর রাহে ভান্ডার দরবার শরীফ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে আর্তমানবতার সেবায় রক্তদান কর্মসূচি, রাহে ভান্ডার এনোবল এ্যাওয়ার্ড প্রদান, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবু জাফর শাহ। সম্মেলনে এবার ১০ জন গুণীজনকে তাদের জীবদ্দশায় স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে রাহে ভাণ্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। এদের মধ্যে অন্যতম হলেন- চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, প্রখ্যাত তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, জাতীয় কিডনী ও ইউরোলজী হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শিল্পী জানে আলম, প্রখ্যাত গীতিকার ও সুরকার শাহ আলম সরকার। এছাড়াও ২২ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মহাত্মা সম্মেলন উপলক্ষে মাল্টিমিডিয়া শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আন্ত:ধর্মীয় উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য ইবু পেটেল, গাউছুল আজম আব্দুল কাদের জিলানী (ক:)’র বংশধর কুদুওয়াতুল আউলিয়া এবং আজমীর দরগাহ শরীফের প্রধান সাজ্জাদানশীন দেওয়ান জয়নাল আবেদীন চিশতী (মা:)।
×