ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলঢাকায় সমঅধিকারে নারী কৃষি শ্রমিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩:৪৫, ২১ মার্চ ২০১৬

জলঢাকায় সমঅধিকারে নারী কৃষি শ্রমিকদের মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ নারী শ্রমিকদের অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উন্নয়ন সহযোগী টিম ইউএসটি। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আজ সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের হল রুমে খুটামারা ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্থানের কৃষি ক্ষেত্রে যে সব নারী শ্রম দেয় সে সব নারী শ্রমিকরা তাদের পারিশ্রমিকের ক্ষেত্রে পুরুষ শ্রমিকদের সমঅধিকার দাবি করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসটি প্রকল্প সমন্বয়কারী সামছুন্নাহার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক, সাংবাদিক তাহমিন হক ববী, নুর আলম সিদ্দিকী, কৈমারী ইউপি চেয়ারম্যান কহিনুরজ্জামান প্রমুখ।
×