ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বাস খাদে পড়ে আহত ৪০

প্রকাশিত: ২২:০৭, ২১ মার্চ ২০১৬

বাগেরহাটে বাস খাদে পড়ে আহত ৪০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের দড়াটানা সেতু থেকে নামতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। রবিবার রাতে শহরের দড়াটানা সেতু সংলগ্ন বাগেরহাট-পিরোজপুর সড়কের চিংড়ি গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বাগেরহাট, খুলনা ও পিরোজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো‍ঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান ঘটনাস্থল থেকে বলেন, খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা বাসটি দড়াটানা সেতু থেকে নামার সময় গাড়ির সামনের দিকে একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলার ভেঙে প্রায় ২৫ ফুট নিচের খালে পড়ে যায়। সোমবার বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কাম সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল জানান, গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×