ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাসকিন-সানির নিষেধাজ্ঞা অযৌক্তিক ॥ ইয়ান চ্যাপেল

প্রকাশিত: ২০:৩৩, ২১ মার্চ ২০১৬

তাসকিন-সানির নিষেধাজ্ঞা অযৌক্তিক ॥ ইয়ান চ্যাপেল

অনলাইন ডেস্ক ॥ হঠাৎ করেই ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি সাময়িক নিষিদ্ধ হয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তাদের দলে না থাকার ধাক্কা, এখনো সামলাতে পারছে না বাংলাদেশ দল। এই পদ্ধতির বিপক্ষে এবার বাংলাদেশের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেলও। সোমবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিজের দেশ অস্ট্রেলিয়া। তবু আসরের মাঝে হঠাৎ করেই তাসকিন-সানির দলের বাইরে চলে যাওয়ায় হতাশ ইয়ান চ্যাপেল। ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোর এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘তাসকিন আহমেদ ও আরাফাত সানি টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়লেন। এটা না করে, সমস্যা থাকলে টুর্নামেন্টে শুরুর আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।’ তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না, এর কোনো যৌক্তিকতা আছে। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন হবে।’
×