ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষবারের মতো এফডিসিতে দিতি

প্রকাশিত: ১৯:১৮, ২১ মার্চ ২০১৬

শেষবারের মতো এফডিসিতে দিতি

অনলাইন রিপোর্টার॥ শেষবারের মতো এফডিসিতে চিত্রনায়িকা দিতি। প্রিয় নায়িকাকে দেখতে সোমবার সকালে এফডিসি প্রাঙ্গণে ছুটে এসেছিলেন তার চলচ্চিত্র সহকর্মী, সাংবাদিক ও ভক্তরা। এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মুশফিকুর রহমান গুলজার, নায়ক আলমগীর, ওমর সানী, নায়িকা চম্পা, মিজু আহমেদ, নায়ক রুবেল, এস এ হক অলিকসহ অনেকে। সকাল সোয়া ৯টায় দিতির মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আনা হয়। এ সময় কান্নায় ভারী হয়ে উঠে এফডিসির আকাশ। সবার উদ্দেশে দিতির মেয়ে লামিয়া চৌধুরী বলেন, আমার মা নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতেন চলচ্চিত্রের মানুষদের। নিজের চাইতেও আপন ভাবতেন চলচ্চিত্রের মানুষদের। তাইতো শরীরের অসুস্থতা নিয়েও কাজ করেছেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দিতি চলচ্চিত্রকে ভালোবাসতেন। এ দেশকে ভালোবাসতেন। এ দেশের মানুষকে হৃদয়ে ধারণ করতেন। সকাল সাড়ে ১০টায় এফডিসিতে দিতির তৃতীয় জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নারায়াগঞ্জের সোনারগাঁয়ে। বাদ জোহর চতুর্থ জানাজার পর বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন দিতি।
×