ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে মেরিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৫৬, ২১ মার্চ ২০১৬

ইরাকে মেরিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক॥ আইএসের রকেট হামলায় যুক্তরাষ্ট্রের মেরিন সেনা নিহতের ঘটনায় ও মুসল শহর পুনরায় উদ্ধারের লক্ষ্যে দেশটি ইরাকে নতুন করে মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরা। পেন্টাগন জানিয়েছে, ইরাকে আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬তম মেরিন ইউনিটের সাথে বাড়তি এই মেরিন সেনা যোগদান করবে। তবে ঠিক কি পরিমানে সেনা ইরাকে মোতায়েন করা হবে তা পরিষ্কার করে জানায়নি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এর আগে শনিবার আইএসের রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হয়। আইএস এ নিয়ে ২জন মার্কিন সেনা হত্যা করলো। পেন্টাগন এক বিবৃতিতে জানায়, হামলায় বেশ কয়েকজন মেরিন সেনা আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মিখায়েল প্রেগেন্ট আলজাজিরাকে জানান, ওয়াশিংটনের উচিৎ বাহিনীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। রবিবার ইরাকের আনবার প্রদেশে আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪জন ইরাকি নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা আলজাজিরাকে জানায়, হামলায় অন্তত ২৪জন নিহত ও ১২জন আহত হয়েছে। গত সপ্তাহে রামাদি শহরে আইএস হামলায় আরও ৪৭জন ইরাকি সেনা নিহত হয়।
×