ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪ বিদেশী রাজনীতিকের সাক্ষাত

পরবর্তী নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা চাইলেন খালেদা

প্রকাশিত: ০৮:২৩, ২১ মার্চ ২০১৬

 পরবর্তী নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা চাইলেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির জাতীয় কাউন্সিলে অংশ নেয়া চার বিদেশী রাজনীতিক। রবিবার বিকেলে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। খালেদা জিয়া দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার বিষয়ে বিদেশী রাজনীতিকদের সহযোগিতা চান। এ সময় তারা বিএনপিকে ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন বলে জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করা চার বিদেশী রাজনীতিকের মধ্যে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য সায়মন ডেনচুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আন্তর্জাতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সাবেক ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্য ফিল বেনিয়ন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা বারবারা ম্যুর ও যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের কাউন্সিলর ও জিয়াউর রহমানের নামে সিকাগোতে রাস্তা নির্মাণকারী জোসেফ এ মোরী। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।
×